Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeদেশগ্রামরেলওয়ে পশ্চিম আরএনবি দপ্তরে অপরাধ দমন সভা অনুষ্ঠিত

রেলওয়ে পশ্চিম আরএনবি দপ্তরে অপরাধ দমন সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি :

রেলওয়ে পশ্চিম রাজশাহী রেলওয়ে নিরাপত্তাবাহনীর (আরএনবি) সদর দপ্তরে ত্রৈমাসিক অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চীফ কমান্ডেন্ট দপ্তরের হলরুমে চীফ কমান্ডেন্ট জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় পশ্চিম রেলের নিরাপত্তাবাহনীর সকল উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পশ্চিম রেলের চলমান অইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা,সমাধান, করণীয় ও দমন নিয়ে উপস্থিত সকল আরএনবি কর্মকর্তাদের মতামত শুনে তা বাস্তবায়নের নির্দেশ দেন চিফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মোরশেদ আলম (সিআরএনবি লালমনিরহাট), আতাউল গনি ওছমানী (সিআরএনবি সদর রাজশাহী),আতাউর রহমান চৌধুরী (এসি আরএনবি পাকশী)সহ আরএনবি পশ্চিমাঞ্চলীয় সকল সার্কেলের ইনচার্জগন উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক