চবি প্রতিনিধি : সামিউল করিম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসে ঢুকে মূল ফটকের সামনে ফেসবুকে লাইভ করার সময় এ ঘটনার শিকার হন তিনি।
চলতি বছরের ৮ জুন চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে মূল ফটকের সামনে দাঁড়িয়ে তার অনুসারীদের নিয়ে ‘জামাত শিবির ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ’ করছিলেন। এসময় একই শিরোনামে ফেসবুক লাইভ করছিলেন সভাপতি। সমাবেশের এক পর্যায়ে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও নিজ গ্রুপ সিএফসির নেতাকর্মীদের দ্বারা ধাওয়ার শিকার হন রেজাউল হক রুবেল।
সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা কবির সাদাফ বলেন, ‘চবি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি রেজাউল হক রুবেলকে অনেক আগে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছিলেন। তখন আমরা তাকে প্রতিহত করি।’
তিনি আরও জানান, বিজয়, ভিএক্স ও সিএফসিসহ বিভিন্ন হল থেকে কয়েকটি গ্রুপের নেতাকর্মীরা এসেছিল তাকে প্রতিহত করতে।
চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘আমি তো ক্যাম্পাসেই আছি। কোনো ধাওয়া বা ঝামেলা হয়নি। আমি সমাবেশ করে শান্তিপূর্ণ ভাবে চলে এসেছি।
এইবাংলা/প্রিন্স আচার্য্য/ সিপি