পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আজ আমরা এমন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সবচেয়ে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত ১৬ বছর আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। তিনি বলেন, আমরা কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির কর্মী-তবে আমাদের লক্ষ্য একটাই, জনগণের শাসন প্রতিষ্ঠা করা স্বাধীন বাংলাদেশ গড়া।
মাসুদ সাঈদী আরও বলেন, দীর্ঘ সময়ে আমরা দেখেছি, কিভাবে শেখ হাসিনার সরকার বিরোধী মতের মানুষের ওপর নির্যাতন, গুম-খুন ও মামলা চালিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। দেশের শীর্ষ আলেমদের অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব জুলুমের পরও আমরা দমে যাইনি; বরং আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ হয়েছি। তিনি সতর্ক করে বলেন, যখন ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে, তখন আমাদের ভেতরে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
সাবেক চেয়ারম্যান বলেন, গঠনমূলক সমালোচনা ও মতভেদ গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য। কিন্তু সেই সমালোচনা যেন আমাদের ঐক্যকে দুর্বল না করে। যদি আমরা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিই, দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে স্থান দিই-তাহলে আমরা শত্রুরই স্বার্থ পূরণ করব।
তিনি আরও বলেন, আমরা চাই, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি একই পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকুক, যেন শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা যায়। মাসুদ সাঈদী বলেন, স্বপ্নের বাংলাদেশ হবে এমন এক দেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, ভিন্নমতের জন্য নির্যাতিত হবে না; যেখানে দুর্নীতির বদলে থাকবে ইনসাফ, অপশাসনের বদলে থাকবে সুশাসন, স্বৈরাচারের বদলে থাকবে গণতন্ত্র।
জনগণের দ্বারা পরিচালিত একটি প্রকৃত গণতান্ত্রিক সরকারই হবে আমাদের লক্ষ্য। তিনি বলেন, তাই আজ আমাদের অঙ্গীকার হোক-বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি একসাথে ছিলাম, আছি এবং থাকব, যতদিন না এই দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা যায়।
ঐক্যই আমাদের শক্তি, আর এই শক্তিই আগামী দিনের পরিবর্তনের চালিকা শক্তি হবে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল খান, ইউপি সদস্য ময়না বেগম, শিরিন আক্তার, তপন কুমার সাহা, ইউনিয়ন জামায়াত আমীর ওমর ফারুক, যুবনেতা মুবাশশির সানি, জাকারিয়া হোসেন, মামুন হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে, ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ পারভিনের সভাপতিত্বে ও ইউপি সচিব সুমন শিকদারের সঞ্চালনায়।
এই বাংলা/এমএস
টপিক
