25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

হাটহাজারীতে বাল্যবিবাহ বন্ধ

আরও পড়ুন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ::

বিয়ের কনে প্রাপ্ত বয়স্ক না হওয়াই এক মেয়ের বিবাহ বন্ধ করে দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) গড়দুয়ারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের  ১০ম শ্রেণির শিক্ষার্থীদের একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট আসে। আবেদনে বিস্তারিত তথ্যের পাশাপাশি ২০২৪ সালে তাহসিনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আকুতির কথাও  জানায় তার সহপাঠীরা। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলম তাৎক্ষণিক মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যের মাধ্যমে তাহসিনের মাতা শামসুন্নাহারকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।

এসময় তাহসিনের মাতা জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে কন্যাকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত   বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বলে মুচলেকা প্রদান করেন।

মরিয়ম তাহসিন আক্তার (১৭) গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন শিক্ষার্থী, তার পিতা মো. এমরান মিয়া ও মাতা- শামসুন্নাহার। তারা মেখল ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

বাল্য বিবাহ নিয়ে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলম বলেন বাল্য বিবাহ দিয়ে মেয়েদের জীবন আটকিয়ে দেওয়া একটা অপরাধ। সব মেয়েরই নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সমাজে বাল্য বিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে দিলেই তারা জীবনে এগিয়ে যেতে পারবে, আর কারও উপর নির্ভরশীল হবে না।

বাল্য বিবাহের মত সামাজিক প্রথার বিপক্ষে দাঁড়িয়ে, মেয়েকে লেখাপড়া শিখিয়ে, জীবনে এগিয়ে যেতে সবাইলে সচেতন হওয়া দরকার।

- Advertisement -spot_img

সবশেষ খবর