25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

কাটছে পাহাড় ধ্বংস হচ্ছে পরিবেশ অবশেষে শহর পুলিশ ফাঁড়ির অভিযান

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক:-

বাংলাদেশ সরকার কতৃক পাহাড় কাটার বিধিনিষেধ থাকলেও  সরকারের সকল আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে শহরের পাহাড়তলী হালিমা পাড়ায় ভুট্টাের তত্ত্বাবধানে একটি চক্র নিয়মিত হারে পাহাড় নিধন করছে।

ফলশ্রুতিতে পাহাড় ধ্বস হয়ে মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হচ্ছে।

উল্লেখ্য যে পাহাড় কাটতে গিয়ে মাটি ধ্বস হয়ে কিছুদিন আগে পাহাড়তলী ইসলামপুরে একজন লোকের মৃত্যু হয়।

পাহাড় প্রকৃতির খুঁটি স্বরূপ ব্যবহৃত হয়।  এই পাহাড় কর্তনের ফলে ভূমি ধ্বস ছাড়া ও মাটির অনুজীব ক্ষতিগ্রস্থ হয়।

বিশেষকরে সামান্য বৃষ্টির ফলে নালাগুলো ভরাট হয়ে রাস্তার উপর দিয়ে পানি চলাচল করে যা মানুষের চলাচলের অসুবিধা হয়।

অদ্য ১৫ জুলাই পাহাড় কাটার সংবাদ পেয়ে শহর পুলিশ ফাঁড়ি কর্তৃক অভিযান পরিচালনা করে কর্তনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

এই বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যত বড়ই প্রভাবশালী হউক না কেন, পাহাড় কর্তনের কাজে নিয়োজিত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইবাংলা/ প্রিন্স আচার্য্য/ সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর