নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে অভিনব কায়দায় চুরি করা হয়েছে পার্কিং করে রাখা একটি কার। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
গাড়ির মালিক মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার।
তিনি জানান, প্রাইভেটকারটি নিয়ে শুক্রবার বিকালে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র যাই।
সৈকতের পার্কিং এলাকায় গাড়ি রেখে ভেতরে ঘুরতে যাবার পরে এসে দেখি গাড়িটি নেই।
গাড়টি চুরি হয়ে যায়। এসময় গাড়ি লক করা ছিলো। গাড়ির ড্রাইভারও কাছাকাছিস্থানে অবস্থান করছিলেন।
বিষয়টি পতেঙ্গা থানা পুলিশকে অবহিত করা হলো তারা ঘটনাস্থলে মোবাইল টিম পাঠায়। কিন্তু কোন সিসিটিভি ক্যামেরা না থাকায় চুরির বিষয়টি সুরাহা করা সম্ভব হয় নি। ‘
পুলিশ জানিয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে চুরি হওয়া গাড়ি (চট্টমেট্রো খ-১১-১৯৯০) উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এইবাংলা/প্রিন্স/সিপি