25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগ।

শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সেরে ঢাকা শেরাটন হোটেলে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বসেন সফরকারী প্রতিনিধি দলের সদস্যরা।

দুপুর ১২টায় শুরু হওয়া এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের নেতারা শেরাটনে আসেন। ১২টা বাজার কিছু সময় আগে ইইউ প্রতিনিধি দলের পাঁচ সদস্যকে একসঙ্গে বনানীর এই হোটেলে ঢুকতে দেখা যায়।

ইইউ প্রতিনিধি দলের সদস্যরা বনানীর শেরাটন হোটেলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করতে উপস্থিত হন।

এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে না।

বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে আওয়ামী লীগ। সাম্প্রতিক সমাবেশেও ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে।

এইবাংলা/ প্রিন্স/ সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর