25 C
Dhaka
Thursday, October 2, 2025

সিলেটে ২১শে জুলাই আবারও জামাতের সমাবেশের ঘোষণা

আরও পড়ুন

::: সিলেট প্রতিনিধি :::

সিলেটে সমাবেশ করার অনুমতি না পেয়ে  আগামী ২১তারিখ আবারও জামায়াতে ইসলামী সমাবেশের ঘোষণা দিয়েছে। শনিবার সিলেটে (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এমন ঘোষণা দেয়া হয়েছে। আজ সমাবেশ করার পূর্ব ঘোষণা থাকলেও ‘নাশকতার আশঙ্কা থাকায়’ এ সমাবেশের অনুমতি দেয় নি পুলিশ । শুক্রবার সমাবেশের  মাঠ থেকে দলের সাত নেতা-কর্মীকে আটক করে পুলিশ। শনিবার সিলেটের জিন্দাবাজারে সংবাদ সম্মেলন করে তারা সমাবেশের দিন পরিবর্তন করার ঘোষণা দেন।আগামী ২১জুলাই সিলেট মহানগর জামাতে ইসলামের সমাবেশে তারিখ ঘোষণা করেন দলটির মহানগর আমির মো ফখরুল ইসলাম।

মহানগর আমির মো ফখরুল ইসলাম বলেন, : মহাসমাবেশ করা সকল দলের গণতান্ত্রিক অধিকার। সরকার সেই অধিকারে হস্তক্ষেপ করছেন। আমরা সংঘাত চাই না, একারনে সমাবেশের নতুন তারিখ ঘোষণা দেয়া হয়েছে। ‘

আমিরসহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ আহ্বান করে ৫ জুন মহানগর পুলিশকে চিঠি দিয়েছিলো জামায়াত। সেখানে ১৫ জুলাই শনিবার নগরের রেজিস্ট্রি মাঠে জমায়েত হওয়ার সিদ্ধান্ত জানানো হয়। পুলিশ অনুমতি না দেয়ার কারনে সমাবেশের তারিখ পরিবর্তনের ঘোষণা দিলো জামাতে ইসলামী।

নগরীর রেজিস্ট্রি মাঠে শনিবার দুপুরে সমাবেশ করতে চেয়ে গত ৫ জুলাই পুলিশ কমিশনারের কাছে আবেদন করে মহানগর জামায়াত। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সভা, লিফলেট বিতরণে বাধা না দিলেও শুক্রবার রেজিস্ট্রি মাঠ থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের নিজেদের কর্মী দাবি করেছে জামায়াত।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যোবায়েরসহ কয়েকজন নেতা রেজিস্ট্রি মাঠ পরিদর্শন করলেও আটকের ঘটনার পর তারা আড়ালে চলে গেছেন। সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার রাতে  বলেছেন, অনুমতি না দিয়ে সংবিধান ও গণতন্ত্রের অবমাননা করেছে সরকার।গত ২৪ মে ঘোষিত মার্কিন ভিসানীতিতে বলা হয়, বিরোধীদের সভা-সমাবেশে বাধা সুষ্ঠু নির্বাচনে বাধা বলে গণ্য হবে। বাধা দানকারীরা ভিসা পাবে না বলে নীতিতে জানায় যুক্তরাষ্ট্র। এর দুই সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকায় এক দশক পর সমাবেশ করার অনুমতি পায় যুদ্ধাপরাধের বিচারে কোণঠাসা হয়ে বহু বছর প্রকাশ্য রাজনীতি থেকে দূরে থাকা জামায়াত। গত ৭ জুলাই রাজধানীতে বিশাল মিছিল করে বিনা বাধায়। বিএনপি ঘোষিত এক দফা আন্দোলনে যোগ দেয়নি জামায়াত। এতে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগের গুঞ্জন তৈরি হয়।

এইবাংলা /তুহিন

- Advertisement -spot_img

সবশেষ খবর