25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

দোহাজারী পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগ থেকে বহিস্কার

আরও পড়ুন

আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি‍‍::::

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক দোহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল আল নোমান কে বহিস্কার করা হয়েছে।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে যেসব নেতাকর্মী নির্বাচনী প্রচারণায় অংশ নেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছিলো দল থেকে।

গত( ১৩ জুলাই) আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্তে এ বহিস্কারাদেশ দেওয়া হয়। আগামী ১৭ জুলাই নবগঠিত দোহাজারী পৌরসভা নির্বাচনদক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। একইসঙ্গে স্থায়ীভাবে বহিস্কার করতে কেন্দ্রীয় কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।

এইবাংলা / নাদিরা শিমু

- Advertisement -spot_img

সবশেষ খবর