25 C
Dhaka
Thursday, October 2, 2025

টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

আরও পড়ুন

:: টেকনাফ প্রতিনিধি ::

টেকনাফের নাইক্ষ্যংপাড়া এলাকা থেকে ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৪ জুলাই ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার  রাত সাড়ে তিনটায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাইক্ষ্যংপাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাইক্ষ্যংপাড়া বরফ কল সংলগ্ন প্যারাবন হতে দুইজন ব্যক্তিকে দুটি বস্তা হাতে লোকালয়ের দিকে যেতে দেখা যায়। উক্ত ব্যক্তিদ্বয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা দুটি বনের মাঝে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশী চালিয়ে দুইটি প্যাকেট থেকে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এইবাংলা /তুহিন /সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর