নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কুতুবদিয়া উপজেলা শাখার ৪১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে। সংগঠনটির জেলা সভাপতি একেএম আজিজুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক বাবু দুলাল কান্তি দাশ এই কমিটির অনুমোদন দিয়েছেন।
অনুমোদিত কমিটি আগামী ৮০ দিনের মধ্যে উপজেলার ৬ ইউনিয়ন ও ৫৪ ওয়ার্ডে কমিটি গঠনের পর ২৭ সেপ্টেম্বর উপজেলা সম্মেলন সম্পন্ন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন পরীক্ষিত মো. শাহরিয়ার আইয়ূব রিয়ার সিকদারকে আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আবদুল মোতালেবকে সদস্য সচিব করে গঠিত কমিটিতে ৮ জন যুগ্মআহবায়ক ও ৩১ জন সদস্য রয়েছেন।
যুগ্ম আহবায়ক হলেন, আবদু রহিম মিয়া, এএইচএম
মোহাম্মদ মো. জাহাঙ্গীর আলম (জুলকু চৌধুরী),
এএইচএম এরশাদ, নেছার কোম্পানী, ডা. গোলাম
মোর্শেদ চৌধুরী, সেলিম উল্লাহ রাসেল, বজহরী জলদাশ। সদস্যরা হলেন, দিদারুল ইসলাম, নুরমোহাম্মদ, জসিম উদ্দিন, শাহাজান, মো. নুরুল আমিন, বাবু উজ্জল দাশ, লিটন কুমার দাশ, বেটু মাঝি, মাহবুব আলম, দলিল মিয়া, মো. ইসমাইল, মো. আশেক উদ্দিন মিয়া, মাহমদুল করিম, ইঞ্জিনিয়ার মো. আলম, মাইমুনা বিলকিস আকতার, বিকাশ দাশ, মো. শফি আলম, মাইমুন উদ্দিন, রফিকুল ইসলাম, অমলেন্দু জলদাশ, মো. কামাল উদ্দিন, মো. হারুনুর রশিদ, আবদুল মালেক, ছৈয়দ নূর, মো. কুদ্দুস, নুরুল আবছার, নেজাম উদ্দিন মাঝি, মৌলানা শাহাজান, মৌলানা নুরুল আলম, নুরুরনবী মাঝি।
এইবাংলা/প্রিন্স/সিপি