25 C
Dhaka
Thursday, October 2, 2025

সরওয়ার আলমগীরসহ ফটিকছড়ি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আরও পড়ুন

তানভীর আহমেদ :::

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীরসহ দুইশো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে   উত্তর জেলা বিএনপি। সোমবার (১০ জুলাই) বিকেলে নগরীর কাজীর দেউরি কাঁচা বাজারের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভুজপুর থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া।

এসময় তিনি বলেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর ফটিকছড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাড়ী ফেরার পথে ভুজপুর হেয়াকো বাজারে পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা তার গাড়ীবহরে লাঠি, রড় এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর নেতৃত্বে এ হামলা হয়। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আওয়ামী লীগ নেতারা ভুজপুর থানায় সরোয়ার আলমগীরকে এক নম্বর আসামি করে মামলা দায়ের করেছে। আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে মামলা হামলা এবং নির্যাতন করে শেষ রক্ষার চেষ্টা করছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করছে। চট্টগ্রামে সরকারের জুলুম নির্যাতন বিভিন্ন কৌশলে বেড়েই চলেছে।

তিনি আরও বলেন,  বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। বিএনপি নেতা সরোয়ার আলমগীর সহ উত্তর চট্টগ্রামের প্রত্যেক নেতাকর্মীর মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাজী সালাহউদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইন্জি. বেলায়েত হোসেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দীন সেলিম, বিএনপি নেতা সোলাইমান মন্জু, দিদারুল আলম মিয়াজি, বদিউল আলম বদরুল, এডভোকেট কামাল উদ্দীন, মহিউদ্দিন আজম, আকবর ভূইয়া, ইউচুপ চৌধুরী, নাজিম উদ্দীন শাহিন, সাবের সুলতান কাজল, নুরুল ইসলাম বাবুল, গাজী হানিফ, মো. আহসান, হারুনুর রশিদ হান্নান, জসিম উদ্দিন চৌধুরী, শাওন উদ্দীন রকি, এস এম আবু মুনসুর, আশ্রাফুল হক হারুন, জালাল উদ্দীন চৌধুরী, মোশরাফুল আনোয়ার মশু, নাজিম উদ্দীন, জিয়া উদ্দীন ফরহাদ, ফয়েজ তারেক, নজরুল ইসলাম, সাবেরুল ইসলাম সাবের, মোহাম্মদ সেলিম, মহিউদ্দিন মেসি প্রমূখ।

এইবাংলা/ হিমেল

- Advertisement -spot_img

সবশেষ খবর