::::নিজস্ব প্রতিবেদক::::
নগরের কদমতলীতে ওভারটেক করতে গিয়ে টেম্পুর সঙ্গে ধাক্কা লেগে মুজিবুল হক (৬৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন নামে আরও একজন।
রবিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে কদমতলী ফ্লাইওভারে বিআরটিসি অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিবুল হক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
কদমতলীতে একটি টেম্পু গাড়িকে ওভারটেক করতে গিয়ে এক মোটরসাইকেল আরোহীর দুর্ঘটনার শিকার হন। এসময় আরেক মোটরসাইকেল আরোহীও দুর্ঘটনার কবলে পড়েন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক মুজিবুল হককে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এইবাংলা /তুহিন