নিজস্ব প্রতিবেদক :::
বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণার পরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম।গতকাল সেটা সত্যি না হলেও শুক্রবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন তামিম। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে গণভবনে আছেন মাশরাফি বিন মর্তুজাও।
বৃহস্পতিবার চট্টগ্রামে অবসরের ঘোষণা দিয়ে শুক্রবার সকালে ঢাকায় আসেন তামিম। তার সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরে দুবাই যাবার কথা রয়েছে তার। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর দেশে ফিরবেন তিনি।
সাম্প্রতিক সময়টাতে চোট নিয়ে বেশ ভুগছিলেন তামিম। চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেনি তিনি। পিঠের নিচের অংশের পুরনো ব্যথা মাথাচাড়া দেওয়ায় কিছুদিন আগে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও তামিম জানান, শতভাগ ফিট নন তিনি। প্রথম ম্যাচ খেলার পর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তই জানিয়ে দিলেন তিনি।
তামিমকে অবসর থেকে ফেরাতে উদ্যোগী হয় বোর্ডও। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে নিজের অবসর নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
গণমাধ্যমকে তামিম বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফী ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফী যাবে।’
তামিম আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর রাতেই এই ঘটনায় রাজধানীর একটি হোটেলে জরুরি সভায় বসে বিসিবি। সেই সভা শেষে গণমাধ্যমকে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানান, তামিমের সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেন নি। দলের ম্যানেজার ও তামিমের বড় ভাই নাফিস ইকবালের মাধ্যমে তাকে ফেরার বার্তা দেন তিনি। সবশেষে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তামিম ইকবাল।
এইবাংলা/ তুহিন