Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeরাজনীতিছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয়ের প্রথম রহস্যই হলো মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর এসেছে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

 

আজ সোমবার সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাত্র শিবির জেলা কমিটির উপশাখার দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে। জাহিদুল ইসলাম আরও বলেন, ৫ই আগস্টের পর থেকেই শিবির বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছে।

শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই হবে প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।

 

আগামী দিনগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক