আল-আমিন, স্টাফ রিপোর্টার :
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিয়েছে এক নবজাতক কন্যা শিশু। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাঁর স্থায়ী ঠিকানা বা পরিবারের কোনো সদস্যের পরিচয় কারও জানা নেই। কয়েকদিন ধরেই তাঁকে লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের আশপাশে অবস্থান করতে দেখা যাচ্ছিল। শনিবার সন্ধ্যায় হঠাৎ স্কুলের পরিত্যক্ত ভবন থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে এলাকাবাসী ছুটে যান। পরে তারা দেখতে পান, ওই নারীর কোলে জন্ম নিয়েছে একটি কন্যা শিশু।
খবর পেয়ে এলাকাবাসী দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাদের খাবার ও প্রাথমিক সেবা দেন। শিশুটি সুস্থ থাকলেও মানসিক ভারসাম্যহীন মায়ের শারীরিক অবস্থা কিছুটা দুর্বল বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শিশুটির জন্মের পর থেকে অনেক মানুষ কৌতূহলবশত ঘটনাস্থলে ভিড় জমায়। শিশুটির বাবার পরিচয় এখনও অজানা, যা এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতকের নিরাপত্তা ও সেবার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিশুটির পিতৃপরিচয় ও নারীর ঠিকানা সম্পর্কে খোঁজ নিতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বলেন, “এমন মানবিক ঘটনায় আমরা সবাই মায়া অনুভব করেছি। আমরা চাই প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মা ও শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করুক।”
বর্তমানে নবজাতক কন্যা ও তাঁর মা স্থানীয়দের তত্ত্বাবধানে আছেন। তবে দীর্ঘমেয়াদি সেবা ও নিরাপত্তার জন্য তাদের প্রশাসনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
টপিক