::: ইদ্রিস মিয়াজি, চট্টগ্রাম :::
চট্টগ্রামের আউটার লিংক রোড়ে সিএনজি ও ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১ টার দিকে লিংক রোডে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দূর্ঘটনা শিকার সিএনজির আরেকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত তরুনের নাম সুমন ও মানিক। এরমধ্যে সুমন পতেঙ্গার পূর্বকাটগড় এলাকার বসবাস করেন। এবং মানিকের বাড়ি নাজির পাড়া।
স্থানীয়রা জানান, গতকাল রাতে রিং রোডে একটি যাত্রীবাহী সিএনজি ও টেইলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এলাকার দু’জন ঘটনাস্থলেই মৃত্যু বরন করেছেন । আহত অন্য একজনকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
এইবাংলা/ হিমেল