25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামে আফসারুল আমিনের জানাযা সম্পন্ন

আরও পড়ুন

::: তানভীর আহমেদ :::

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে প্রয়াত সাংসদ ডা: আফসারুল আমিনের নামজে জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ডা. আফছারুল আমীনের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় শনিবার (৩মে) সকাল ১০ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পরে তার মরদেহ চট্টগ্রামে আনা হয়। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে  অনুষ্ঠিত জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

আছর নামাজের পর তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ প্রাঙ্গনে। নামাজে জানাজায় অংশ নেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, নোমান আল মাহমুদ এমপিসহ তার রাজনৈতিক সহযোদ্ধারা।

পারিবারিক সুত্রমতে,  চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গনে বাদে এশা তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুক্রবার (২জুন) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ডা. আফছারুল আমীন এমপি। ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। প্রথমে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর দেশে নিয়মিত চিকিৎসা নিতেন।চট্টগ্রাম জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রথম কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন সদ্য প্রয়াত ডা. আফছারুল আমিন।ডা. আফছারুল আমীন ও ডা. কামরুন্নেছা দম্পতির জ্যেষ্ঠ সন্তান ফয়সাল আমিন উচ্চশিক্ষা শেষ করে ব্যবসায় নিজের ক্যারিয়ার দাঁড় করাচ্ছেন। ছোট ছেলে ডা. মাহিদ বিন আমিন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার।

এইবাংলা/ তুহিন

- Advertisement -spot_img

সবশেষ খবর