25 C
Dhaka
Thursday, October 2, 2025

মধ্যরাতে চবির দুই হলে অভিযান, লোহার রড ও দেশিয় অস্ত্র উদ্ধার

আরও পড়ুন

::গিয়াস উদ্দিন , চবি::

বুধবার ও বৃহস্প্রতিবার দুই দফায়  সংঘর্ষের পর মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রাবাসে অভিযান চালিয়ে লোহার রড, স্টাম্প, হকিস্টিক ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (০১ জুন) রাত ১২টার পর এ অভিযান চালানো হয়।

প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন ও পুলিশের সহযোগিতায় চবির শাহ আমানত ও শাহজালাল হলে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে এসব দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

তল্লাশি শেষে সহকারী প্রক্টর হাছান মোহাম্মদ বলেন, হল প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যদের নিয়ে আবাসিক হলে তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।তবে কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।’

এর আগে বুধবার রাতে খাবারের দোকানের টেবিলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় । চৌদ্দ ঘন্টার পর পুনরায়  বৃহস্পতিবার দুপুর ১টা থেকে চবির শাহ আমানত ও শাহজালাল হলে অবস্থানরত শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির অনুসারীদের প্রায় চার ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।এসময় উভয়পক্ষের নেতাকর্মীদের চাপাতি, হকিস্টিক, পাইপ, রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জনের আহত হন।

এ সময় সোহরাওয়ার্দী হলের ৮টি কক্ষ ভাঙচুর করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা যার যার হলের দিকে ফিরে যায়।

সোহরাওয়ার্দী হলের ৮টি কক্ষ ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, হলের ৮টি কক্ষ ভাংচুর করার পাশাপাশি প্রভোস্ট অফিসও ভেঙেছে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা ছাত্রদের অধিকারের মধ্যে পড়ে না।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ক্যাম্পাসে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়োজিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তল্লাশি চালিয়েছি৷ তবে কাওকে আটক করা হয়নি। কিছু রড, স্টাম্প ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে৷

এইবাংলা/হিমেল

- Advertisement -spot_img

সবশেষ খবর