Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ব্লক, রোববার থেকে কার্যকর

অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জন্য নির্দেশনাও জারি করা...
Homeদেশগ্রামপাঁচবিবিতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পাঁচবিবিতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল খালেক ওই গ্রামের মরহুম আব্দুল গনির ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার উচাই গ্রামের খালেকের ছেলে আনোয়ার হোসেনের পুকুরে নেমে তারই বোন আঞ্জুয়ারা মাছ ধরেন। এটি জানতে পেরে আনোয়ার তার বোনকে গালিগালাজ করেন। পরবর্তীতে এ নিয়ে আবারো রাত ১১টার সময় আনোয়ার, তার বন্ধু ও প্রতিবেশী নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার উঠানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করেন। এ সময় বৃদ্ধ আব্দুল খালেক এত রাতে ঝগড়াঝাটি না করতে তাদের নিষেধ করতে গেলে নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা বৃদ্ধ আব্দুল খালেককে ধাক্কা দেন। তাদের ধাক্কায় আব্দুল খালেক মাটিতে রাখা বাঁশের উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তার অবস্থা অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেন জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক