Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeধর্মবয়োজ্যেষ্ঠদের সম্মানে ইসলামী নির্দেশনা

বয়োজ্যেষ্ঠদের সম্মানে ইসলামী নির্দেশনা

ইসলাম এমন এক জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে শিষ্টাচার, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইসলামী সভ্যতার সৌন্দর্য কেবল ইবাদত বা আইন-কানুনে সীমাবদ্ধ নয়; বরং এর প্রাণশক্তি নিহিত রয়েছে মানুষের প্রতি আচরণে। ইসলাম বলে, যে সমাজে আল্লাহভীতি ও মানবমর্যাদার বোধ গভীর, সেই সমাজেই প্রকৃত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

রাসূলুল্লাহ (সা.) মানুষের সম্মানবোধকে আল্লাহর প্রতি শ্রদ্ধার সঙ্গে সম্পর্কিত করেছেন।

অর্থাৎ, কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে ও ভয় করে, তবে তার আচরণে তা প্রতিফলিত হবে মানুষের প্রতি বিনয়, শ্রদ্ধা ও সহমর্মিতায়। 

এই প্রেক্ষাপটে মহানবী (সা.) এক হাদিসে তিন শ্রেণির মানুষের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছেন—

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْجَافِي عَنْهُ، وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ

‘আবূ মূসা আল-আশ’আরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কুরআনের ধারক-বাহক ও ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান দেখানো মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত।’ (আবু দাউদ, হাদিস ৪৮৪৩)

হাদিসের ব্যাখ্যা

১.  “إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ” — ‘আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত’ এখানে إجلال অর্থ সম্মান, শ্রদ্ধা, মর্যাদা ও ভক্তি।

রাসুল (সা.) এখানে আমাদের শিখিয়েছেন, আল্লাহর প্রতি সত্যিকারের শ্রদ্ধা কেবল মুখে “সুবহানাল্লাহ” বলা নয়, বরং তাঁর সৃষ্টি, তাঁর দ্বীনের বাহক ও তাঁর শাসনব্যবস্থার প্রতীক—এই তিন শ্রেণির মানুষকে সম্মান করার মধ্য দিয়েই আল্লাহকে সম্মান করা হয়। অর্থাৎ, এই তিন শ্রেণিকে সম্মান করা সরাসরি আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের এক বাস্তব রূপ। 

২. “إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ” — ‘বৃদ্ধ মুসলিমকে সম্মান করা’ এখানে বলা হয়েছে, ইসলামে বার্ধক্যকে অবহেলার নয়, বরং মর্যাদার প্রতীক বলা হয়েছে। বৃদ্ধ মুসলিমের প্রতি সম্মান প্রদর্শন মানে তাঁর অতীত আমল, ইবাদতের অভিজ্ঞতা, ও দ্বীনের দীর্ঘ সম্পর্ককে শ্রদ্ধা করা।

 রাসুল (সা.) বলেছেন: 

“‏ مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلاَّ قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ ‏”‏ ‏.‏

“যে ব্যক্তি একজন বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করে, আল্লাহ তাকে তার বৃদ্ধ বয়সে সম্মান প্রদান করবেন।” (তিরমিজি, হাদিস: ২০২২) অর্থাৎ, আল্লাহ তাঁর জন্য এমন মানুষ সৃষ্টি করবেন যারা তাঁকে একইভাবে শ্রদ্ধা করবে। সমাজে প্রজন্মগত সৌজন্য, আদব ও শ্রদ্ধা ইসলামী সভ্যতার একটি মৌলিক মূল্যবোধ। এই হাদিস সেই সংস্কৃতির ভিতকে মজবুত করে।

৩. “وَحَامِلِ الْقُرْآنِ” — ‘কোরআনের ধারক-বাহককে সম্মান করা’ এখানে حامل القرآن বলতে হাফেজ বা আলেম উভয়কেই বোঝায়, আর এই হাফেজ আলেম বলতে প্রচলিত ধারায় শুধু মাদরাসায় পড়ে হাফেজ বা মাওলানা হওয়া উদ্দেশ্য নয়।

বরং যিনি যেখান থেকেই কোরআনের জ্ঞান আহরণ করেন আর কোরআনের নির্দেশনায় জীবন পরিচালনা করেন। তিনিই এর অন্তভুক্ত হবেন। যিনি কোরআনের জ্ঞান ও শিক্ষা নিজের মধ্যে ধারণ করেন। কোরআন ধারককে সম্মান করার মানে শুধু তাকে ‘হাফেজ সাহেব’ বলা নয়; বরং তার মর্যাদা রক্ষা করা, তার সেবায় নিয়োজিত থাকা, তার সঙ্গে বিনয়ী আচরণ করা এবং কোরআনের মাধ্যমে জীবন সাজাতে উদ্বুদ্ধ হওয়াই আসল সম্মান। 

৪. “وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ” — ‘ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা’ এখানে বলা হয়নি সুলতান (শাসক) মাত্রকে, বরং المقسط — অর্থাৎ “ন্যায়পরায়ণ শাসক”। কারণ ইসলামে শাসকের প্রতি আনুগত্য শর্তসাপেক্ষ—সে যদি ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং আল্লাহর বিধান মেনে চলে। ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা আল্লাহর বিধানকে সম্মান করার সমতুল্য, কারণ সে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে সুবিচার প্রতিষ্ঠা করে। রাসুল (সা.) বলেছেন: “ন্যায়পরায়ণ শাসক হবে আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তিদের অন্যতম এবং কিয়ামতের দিন তিনি আরশের ছায়ায় আশ্রয় পাবেন।” (বুখারি, হাদিস : ৬৬০)

ইসলামী সমাজব্যবস্থায় শাসকের প্রতি বিদ্বেষ নয়, বরং ন্যায়ভিত্তিক সহযোগিতা, উপদেশ ও দোয়ার মাধ্যমে সম্পর্ক গড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই হাদিস ইসলামী সভ্যতার এক মহান নৈতিক নীতিকে প্রতিফলিত করে— “যে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে; আর আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রকাশ পায় তাঁর প্রিয় বান্দাদের সম্মান করার মাধ্যমে।”

এই বাংলা/এমএস
টপিক