25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

পুকুর ভরাট করায় ২ লাখ টাকা জরিমানা

আরও পড়ুন

::: হাটহাজারী প্রতিনিধি :::

পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নে দায়ী দুই ব্যক্তিকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট এর দায়ে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা করা হয় । অভিযুক্ত মিজানুর রহমান স্থানীয় মুজিবুর রহমান এর পুত্রকে এবং জামশেদ স্থানীয় মুজিবুর রহমান এর পুত্র।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ সরেজমিন পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় বুড়িশ্চর মৌজার ১১৬৬৬ নম্বর দাগস্থিত ভূমির শ্রেণি পুকুর যা বাস্তবেও পুকুর হিসেবেই রয়েছে। ৬৪ শতক এই পুকুরটির অংশবিশেষ পরিদর্শনকালে ভরাট অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং তাদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।”

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ অনুযায়ী তাদের ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে নিজেদের খরচে ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।অভিযানে সহযোগিতা করেন বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেন, হাটহাজারী মডেল থানার একটি টিম ও স্থানীয় মানুষজন।

উপজেলা নির্বাহী অফিসার আরো বলেব, “পরিবেশের জন্য হুমকি তৈরি করে পুকুর, নদী, জলাশয় ভরাট কিংবা পাহাড় কর্তনের বিষয়ে শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে হাটহাজারীতে কোন ধরনের জলাশয় ভরাট করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তবে, পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি আমাদের সবার সচেতন হওয়া খুব জরুরি।”

এইবাংলা / হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর