25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

কক্সবাজার পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. জাহেদুল হকের মনোনয়ন পত্র জমাদান

আরও পড়ুন

::: কক্সবাজার প্রতিনিধি :::

আগামী ১২ই জুন অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থী মো. জাহেদুল হক ইবনে ইউছুফ।

এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, আমি যদি নির্বাচিত হয় ৭ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
সাত নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের চেয়ে আয়তনে বড় হওয়া সত্ত্বে ও এই ওয়ার্ড ছিল অন্যান্য ওয়ার্ডের চেয়ে  অবহেলিত। এই ওয়ার্ডে দৃশ্যমান কোনো  উন্নয়ন হয়নি। ওয়ার্ডবাসীর সুবিধার্থে  আমি ৭ নং ওয়ার্ডেই ৪ টি অফিস করবো। যদি সম্ভব না হয় কমপক্ষে ২ টি অফিস রাখার চেষ্টা করবো। নিয়মিত অফিস করবো যাতে ওয়ার্ডের কোনো নাগরিককে ভোগান্তি পোহাতে না হয়।

জাহেদুল হক ইবনে ইউছুফ আরও বলেন, যেহেতু দীর্ঘদিন যাবত আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত সেহেতু কাউন্সিলর নির্বাচিত হলে শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেব।  প্রত্যেকটি পরিবারের সদস্যরা যাতে শিক্ষার সুযোগ পায় সেই ব্যবস্থা করা হবে।

কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের মধ্যে ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করা ঘোষণা দেন তিনি।

এইবাংলা /ফাহিম

- Advertisement -spot_img

সবশেষ খবর