24.5 C
Dhaka
Friday, October 3, 2025

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি

আরও পড়ুন

::: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ::: 

সরকারি গাড়ি নিজের কর্মস্থলের বাইরে গিয়ে ব্যবহার করার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়বের সরকারি গাড়িটি । গত ৩ মে (বুধবার) দুপুর আনুমানিক পৌনে তিনটার দিকে নরসিংদীর জেলার শিবপুর উপজেলার পুরানদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দক্ষিণে মোয়াজ্জেমের বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, এদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়বকে ঢাকায় পৌঁছে দিয়ে কটিয়াদী ফিরে আসার পথে  অন্য একটি গাড়ীর সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।

তবে, সরকারী নিয়ম ভঙ্গ করে অনুমতি ছাড়া কর্মস্থলের বাহিরে গাড়ি নিয়ে যাওয়া ও দুর্ঘটনায় সরকারি গাড়িটি ক্ষতিগ্রস্থ হওয়ায় ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেনে এ কর্মকর্তা।

তিনি সাংবাদিকদের জানান, এ দিন ছুটি নিয়েই তিনি ঢাকা যান, কিন্তু গাড়িটি ঢাকা থেকে আসার পথে দুর্ঘটনার শিকার হওয়ার সময় শুধু ড্রাইভারই ছিলেন। এতে ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। গাড়িটি মেরামত করতে সমস্ত খরচ তিনি বহন করবেন।’

তিনি নিয়মিত সরকারী আইন ভঙ্গ করে কর্মস্থলের বাইরে সরকারী গাড়িটি ব্যবহার করেন। তাছাড়া তার বিরুদ্ধে সরকারী এম্বুলেন্সের ব্যবহার সীমাবদ্ধ ও বেসরকারী এম্বুলেন্সকে রোগী বহনে প্রাধান্য দেওয়ার অভিযোগ ওঠেছে। তিনি নিজস্ব লোকবল ও স্বামী উপজেলা বিএনপি নেতা স্বপনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন বলেও অভিযোগ করছেন স্থানীয়রা।

সরকারী আইন ভঙ্গ করে কর্মস্থলের বাইরে গাড়িটি ব্যবহার নিয়ে তদন্ত কমিটি গঠন করার ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। তবে তিনি স্বীকার করেন ঘটনাটি শিবপুরেই ঘটেছে।

ডা. তাজিরানা তৈয়ব ঘটনাটিকে ধামাচাপা দিতে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন যেখানে সঠিক ঘটনাস্থল উল্লেখ না করে কটিয়াদী উপজেলার আঞ্চলিক মহাসড়কের আচমিতা নামক স্থানের কথা উল্লেখ করেন। আর এ তথ্যটি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন।

শিবপুর মডেল থানার এসআই আ. রাজ্জাক নিশ্চিত করেন ঘটনাটি শিবপুরেই ঘটেছে। আর এ দিন তিনি ঘটনাস্থলে গিয়ে গাড়িটি দেখভাল করেন।দুর্ঘটনার পরেরদিন ইটাখোলার একটি বেসরকারী রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করে কিশোরগঞ্জ সদরে একটি ওয়ার্কশপে নিয়ে আসা হয়।

এইবাংলা/ তুহিন

- Advertisement -spot_img

সবশেষ খবর