24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

গ্যাসের দাবিতে কর্ণফুলী গ্যাস কার্যালয়ের সামনে মানববন্ধন

আরও পড়ুন

::: নাদিরা শিমু :::

গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন করার দাবিতে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। সোমবার দুপুরে ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস কার্যালয়ের সামনে এই মানববন্ধনে অংশ নিয়ে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন।

এসময় বক্তারা বলেন,গ্যাস সরবরাহকারী সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-কেজিডিসিএ হঠাৎ করে জানিয়েছে, ছয় থেকে সাত দিন সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে।তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ  পরিস্থিতি স্বাভাবিক হতে ছয়-সাতদিন সময় লাগতে পারে। গ্যাস সরবরাহ বন্ধ করার এটা কোন যৌক্তিক কারণ হতে পারে না। ‘

এসময় সাংবাদিক বিপ্লব পার্থ বলেন,  ‘ চট্টগ্রামকে অর্থনীতির স্বর্ণদ্বার বলা হলেও জাতীয় গ্রিড  থেকে গ্যাসের অংশীদারিত্ব কম। ফলে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকার অজুহাতে  গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। গ্যাস সংকটে নিদারুণ কস্টে নগরবাসী দিনাতিপাত করছে। শনি রবিবার চুলা জ্বালাতে পারে নি নগরবাসী  ‘।

ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল বলেন, ঘূর্ণিঝড় মোখার অজুহাতে  চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়া হলো। বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বলছে না। তাই দোকান থেকে খাবার কিনে খেয়েছেন অনেকেই, অনেকে উপবাসে থেকেছেন। সিএনজি  সংকটের কারণে চট্টগ্রামে কোনো ফিলিং স্টেশনে গ্যাস বিক্রি হচ্ছে না। রাস্তায় গ্যাসচালিত যানবাহনের সংখ্যা কমে গেছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। ‘

মানববন্ধনে প্লেকাট নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সাংবাদিক বিপ্লব পার্থ এর সভাপতিত্বে অনুষ্ঠিত  মানববন্ধনে বক্তব্য রাখেন সৌরভ প্রিয় পাল, সাজ্জাদ হোসেন জাফর, রাসেল উদ্দিন, সাজ্জাদ হোসেন, মো: ফোরকান, জিয়া উদ্দিন আহমেদ, মো: ফিরোজ, মিটুন বৈষ্ণব, শরিফুল ইসলাম জুয়েল, মো: রুবেল।

- Advertisement -spot_img

সবশেষ খবর