Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শান্ত-হৃদয়ের ধীর লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে চেষ্টা করছেন দলকে টেনে তুলতে। গড়ে তুলেছেন পঞ্চাশোর্ধ রানের জুটি। যদিও একেবারে গতি...
Homeরাজনীতিজামায়াতের অস্ত্র বিতরণ দাবি করে রাবি ছাত্রদলের ফেসবুক পোস্টটি গুজব : পুলিশ

জামায়াতের অস্ত্র বিতরণ দাবি করে রাবি ছাত্রদলের ফেসবুক পোস্টটি গুজব : পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবির’ এমন দাবি করে পোস্ট করেছেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সেই পোস্টকে গুজব বলে বিবৃতি দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় তাদের ফেসবুক পেজে এ বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, অদ্য ১৬ তারিখ রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে কিছু করছে এ রকম অস্পষ্ট দূর থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হয়েছে ‘একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত পাশে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে’। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় যে, বিভিন্ন দলের সমর্থক ও স্থানীয় উৎসুক লোকজন বাগানের পাশে হাঁটা পথে ঘোরাফেরা করছে, গাছের ছায়ায় আড্ডা দিচ্ছে এবং খাওয়া-দাওয়া করছে। এদিকে এর খুব কাছেই পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের অবস্থান রয়েছে। বাস্তবতা হচ্ছে এ রকম একটি প্রকাশ্য স্থানে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মিডিয়া কর্মীদের নাকের ডগায় অস্ত্র বিতরণ করা সম্ভব নয়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, কোনো একটি মহল উৎসুক লোকজনের আড্ডা দেয়া ও খাওয়ার বিষয়টি দূর থেকে ধারণ করে অস্ত্র বিতরণের নামে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

এছাড়া মিথ্যা, বিভ্রান্তিকর ও গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক ও কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এই বাংলা/এমএস

টপিক