::: নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে যাত্রীবাহী রিকশার ওপর কন্টেইনার পড়ে দুই জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।বুধবার (১০ মে) বেলা ১১ টার ৫৫ মিনিটের দিকে স্টিল মিল খাল পাড় রোডের মুখে আলী প্লাজার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উদ্ধার কাজ করা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেছেন, ‘ রিকশার ওপর কন্টেইনার চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত দুইটি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া দুমড়ে মুছড়ে গেছে রিকশাটি। আমাদের ৪টি ইউনিট এখানে কাজ করছে। ‘
প্রতক্ষ্যদর্শীরা জানায়, একটি কন্টেইনারবাহী লরি যাওয়ার সময় হঠাৎ কন্টেইনারটি উল্টে রাস্তায় পড়ে রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালকসহ দুই যাত্রী নীচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ক্রেনের সাহায্যে কন্টেইনারের নীচ থেকে দুই যাত্রীকে মৃত অবস্থায় এবং রিকশা চালককে আহত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ জানান, ‘ লরিটি রাস্তার ডানপাশে ছিল, আর রিকশা ছিল এটির বাঁ পাশে। হঠাৎ কন্টেইনারটি বাঁ দিকে কিছুটা উল্টে গিয়ে রিকশার ওপর পড়ে যায়। দুটি যানই তখন চলন্ত অবস্থায় ছিল।’
ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম রায়হানুল আশরাফ হোসেন জানান, এমএ আজিজ সড়কের পতেঙ্গামুখী লেইনে একটি লরি থেকে কন্টেইনার ছিটকে পাশে থাকা একটি চলন্ত রিকশার ওপর পড়ে। এতে চাপা পড়ে ওই রিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘পণ্যবোঝাই কন্টেইনার নিয়ে একটি লরি সৈকত এলাকার দিকে যাওয়ার সময় খালপাড় এলাকায় সেটি উল্টে গিয়ে পাশের রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা যাত্রী কন্টেইনারের নিচে পড়ে মারা যান।’
হাসপাতালে নেয়া মোর্শেদ আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ নং ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক। মোর্শেদ আলম(২৭) পেশায় রিকশচালক । সে পূর্ব কাঠঘর এলাকার নূর আমিনের ছেলে ।
মোর্শেদের স্ত্রী মিনিরা আক্তার মুঠোফোনে জানান, তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। মোর্শেদের অবস্থা গুরুতর।
এইবাংলা /তুহিন