চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর জাকেরসুরা পয়েন্টে বালিভর্তি একটি বোলগেটের হালের ধাক্কায় আরিফ (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ আরিফ আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন শ্রমিক বলে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্র জানায়, গত তিন দিন আগে পদ্মা নদীর জাকেরসুরা পয়েন্ট এলাকায় কাজ করার সময় হঠাৎ বালিভর্তি বোলগেটের হালের ধাক্কায় তিনি নদীতে পড়ে যান এবং তলিয়ে যান।
ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কর্মীরা টানা উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে নদীর তীব্র স্রোত ও ঘোলা পানির কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “নিখোঁজ শ্রমিককে উদ্ধারে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। তবে স্রোত ও নাব্যতার কারণে কাজ করতে কিছুটা কঠিন হচ্ছে।”
এদিকে তিন দিন পেরিয়ে গেলেও প্রিয়জনের কোনো খোঁজ না পাওয়ায় নিখোঁজ আরিফের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত তার সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
এই বাংলা/এমএস
টপিক

