চরভদ্রাসনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদকদ্রব্য আইনে মামলা

0
49
প্রতিকি ছবি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের সালেপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ শাহীন সরদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেপ্তারকৃত শাহীন সরদার সালেপুর গ্রামের বিল্লাল ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে চরভদ্রাসন থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রেজাউল হক সঙ্গীয় ফোর্স ও সোর্সের সহায়তায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং–০৬ রুজু করা হয়েছে। পরদিন ২৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত শাহীন সরদারকে ফরিদপুরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদকদ্রব্য আইনে শাহীন সরদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে চরভদ্রাসন থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here