25 C
Dhaka
Thursday, October 2, 2025

ফটিকছড়িতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আরও পড়ুন

:::: ফটিকছড়ি প্রতিনিধি :::

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। সোমবার (৮ মে) সকাল ১০টার দিকে ফটিকছড়ির ভূজপুরের গহিরা-হেয়াঁকো সড়কে দাঁতমারা ইউনিয়নের ফরেস্টর ইউনুস মাল্টাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চূড়ামণি এলাকার মো. সাহাবুদ্দিন ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মো. গালিব বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হলে তাদের মধ্যে দৌলত খানকে মৃত পাই। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় সাহাব উদ্দিনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারীতে তিনিও মারা যান। পরে আমরা তাকে চেক করে মৃত ঘোষণা করি। দুজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশকে মরদেহ দুটি বুঝিয়ে দেওয়া হয়।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এইবাংলা/ তুহিন. সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর