বরিশাল ব্যুরো :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠী জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ঝালকাঠী ক্যালেক্টরেট জামে মসজিদে (কোর্ট মসজিদ) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনসহ জেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিপুল সংখ্যক মুসল্লিও অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

