ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ইকবাল চৌধুরী

0
56

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. ইকবাল চৌধুরী।

তিনি চার বারের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়া নাসিরনগরের কিংবদন্তী রাজনীতিবিদ, নাসিরনগর উপজেলা ইউনিয়ন  চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. ইকবাল চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-০১(নাসিরনগর) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মাঠে লড়ে দেখাতে চান চমক।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বীকৃতি পাওয়ার পর তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নির্বাচনী মাঠে বিভিন্ন ইউনিয়নে তাঁর পক্ষে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে তাঁর নির্বাচনী মাঠে নামার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া-০১ তথা নাসিরনগর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উৎসাহ ও উচ্ছ্বাস।

তাঁর এ প্রার্থীতা ঘোষণায় বদলে গেলো রাজনীতির মেরুকরণ। বদলে গেলো সব ভোটের হিসাব। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন – ইকবাল চৌধুরী নির্দিষ্ট কোন দলের চেয়ারম্যান নয়, তিনি উপজেলার শীর্ষস্থানীয় শালীস ব্যক্তিত্বও। তাঁর পরিচিতি ও সুখ্যাতি জেলা ব্যাপি। তাই উক্ত আসনের সকল সংসদ সদস্য প্রার্থীদের নতুন করে হিসেব নিয়ে বসতে হবে।

তৃণমূল উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত সেবাসহ বিভিন্ন খাতে বাস্তবধর্মী বহু কাজের মাধ্যমে নাসিরনগরের মানুষের আস্থার প্রতীক তিনি।

এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে এবার তিনি জাতীয় সংসদে গিয়ে পরিবর্তন, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here