খাগড়াছড়ি রামগড় ব্যাপ্টিষ্ট চার্চে বড়দিন উদযাপন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
82

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন নানান আয়োজনে উদযাপিত হয়েছে। যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই উৎসব।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। খাগড়াছড়ি রামগড় উপজেলায় ব্যাপ্টিষ্ট চার্চ এর সন্ধ্যায় কেক কেটে খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন। এসময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রেস ক্লাবে সভাপতি মোঃ নিজাম উদ্দিন, রামগড় ব্যাপ্টিষ্ট চার্চ এর ধর্ম প্রচারক ফিলিপ হাওলাদার।

খাগড়াছড়িতে ২২২ গির্জা ও র্চাচ ছাড়াও খ্রিষ্টান পল্লীতে উৎসব পালিত হয় । বিভিন্ন এলাকার গির্জাগুলো সাজানো হয় আলো, ফুল ও বর্ণিল সাজে। ধর্মপ্রাণ খ্রিস্টানরা অংশ নেন বিশেষ প্রার্থনা, কীর্তনে। দেশ, জাতির কল্যাণে করা হয় বিশেষ প্রার্থনা।

 

এদিকে বিকেলে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মানিকছড়ির হাতিমুড়া মুহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীর, রামগড় উপজেলা মহামুনি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আবাসিক শিক্ষার্থীদের এবং ব্যাপ্টিষ্ট চার্চসহ ৩টি প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here