কুড়িগ্রামের উলিপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

0
50

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের উলিপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, মোঃ হায়দার আলী (৫০), পিতা-মৃত আছর উদ্দিন (কাছুয়া হাজী), মাতা-মৃত আকিলা বেওয়া। তিনি পাঁচপির ইউনিয়নের পাতারী বাড়ি এলাকার বাসিন্দা। ডাকঘর-দুর্গাপুর, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। তিনি পাঁচপির দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

অপর গ্রেফতারকৃত হলেন, মোঃ মমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত একাব্বর আলী সুফি। তিনি কাশিয়াগাড়ী গ্রামের বাসিন্দা, ইউনিয়ন-ধামশ্রেণী, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম।

এছাড়াও অভিযানে শনাক্ত করা হয়েছে, মোঃ রাজু মিয়া (৪০), পিতা-মৃত নিজাম উদ্দিন। তিনি অনন্তপুর কারীপাড়া এলাকার বাসিন্দা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ঘটনার পর উলিপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে উলিপুর থানা পুলিশ কতৃপক্ষ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here