কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আওয়ামী লীগের ফ্যাসিস্টসহ ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পৃথক একটি মামলায় ২ জন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, পাথরডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫৮), পিতা– মৃত আঃ সোবাহান তাকে নাশকতা সৃষ্টির অভিযোগে ফ্যাসিস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পাথরডুবি ইউনিয়নের বেল্লালের ছেলে মোঃ শরিফুল ইসলাম, জামাল উদ্দিনের মেয়ে ছামিরন বেগম শিমু, জয়মনিরহাট ইউনিয়নের মৃত আঃ আজিজের ছেলে বেলাল হোসেন তারা দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামি।
এছাড়া উত্তরছাট গোপালপুর এর মৃত রিয়াজুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। দক্ষিণ ধলডাঙ্গার মোঃ আঃ করিমের ছেলে ফরহাদ হোসেনকে একটি গরু চুরির মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামির বাড়ি ভূরুঙ্গামারী থানা এলাকায় এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একটি পৃথক মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মিলন শেখের স্ত্রী মোছাঃ খুসি বেগম (২০),
এবং এলাচু শেখের ছেলে মোঃ মিলন শেখ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

