বকশীগঞ্জে সবজির সবুজে ভরে উঠেছে গোয়ালগাঁও ফজিলতপাড়া

0
54

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলতপাড়া এলাকায় বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও সবজির আবাদে এখন সবুজে ছেয়ে গেছে চারপাশ। চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কৃষকের পরিশ্রমে উৎপাদিত ফসল এলাকাটিকে করেছে আরও মনোরম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় কৃষকরা জানায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লাউ, কুমড়া, শসা, বেগুন, মরিচসহ নানা ধরনের সবজির ফলন ভালো হয়েছে। ক্ষেতজুড়ে সবুজ পাতার সমারোহ ও ঝুলে থাকা সবজি প্রকৃতিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য।

কৃষকদের মতে, এসব সবজি শুধু পারিবারিক চাহিদা মেটাচ্ছে না, বরং স্থানীয় বাজারে বিক্রি করে তারা আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। এতে একদিকে যেমন কৃষকদের জীবনমান উন্নত হচ্ছে, অন্যদিকে এলাকার প্রাকৃতিক পরিবেশও হয়ে উঠছে আরও প্রাণবন্ত।

এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা পেলে ভবিষ্যতে এই অঞ্চলে সবজি চাষ আরও সম্প্রসারিত হবে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here