25 C
Dhaka
Thursday, October 2, 2025

নীল জলরাশি আর সাদা বালুর সৌন্দর্য্যমন্ডিত মালদ্বীপে ভ্রমণে বিশেষ প্যাকেজ ইউএস-বাংলার

আরও পড়ুন

:::নিজস্ব প্রতিবেদক :::

হাজারো দ্বীপের সম্মিলন মালদ্বীপ ভ্রমন পিয়াসুদের কাছে প্রকৃতির অপরুপ এক রাজ্য । মালদ্বীপ নয়নাভিরাম  প্রাকৃতিক সৌন্দর্য্য সারাবিশ্বের পর্যটকদের কাছে ভিন্ন রকমের মুগ্ধতা এনে দেয়।খোলামেলা আকাশ আর বিস্তৃত বালুকাময় সমুদ্রে ঘেরা মালদ্বীপের  সৌন্দর্য বর্ণনা কখনও চাক্ষুষ না দেখে বুঝানো সম্ভব না। যার চারপাশে সাগর আর সমুদ্র এবং উপরের নীলাকাশ মিলে মিশে একাকার হয়ে আছে, এই যেন স্বর্গীয় সুখের এক নিয়ামক।

সবকটি দ্বীপের যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল ছাড়া আর কিছুই দেখা যায় না। আকাশ আর সমুদ্রের নীল এখানে মিলেমিশে একাকার। উপরে নীল আকাশ আর নীচে সমুদ্রের নীল ঢেউ মনকে ছুঁয়ে যায় নিমিষেই। যেন প্রকৃতির সাথে মিতালি গড়ে তোলার একমাত্র জায়গা ‘ মালদ্বীপ ‘।

মালদ্বীপের  আবহাওয়া যেন পর্যটকদের  পরম বন্ধু। মন খারাপের সময় একান্ত প্রিয় হয়ে উঠে এই দ্বীপের মিষ্টি শীতল বাতাস, যা মুহুর্তে হৃদয়, মন আর পুরো দেহজুড়ে নিয়ে আসে স্বস্তির স্বর্গীয় পরশ।মালদ্বীপের সেই উপলব্ধিটাকে বাস্তবে ফ্রেম বন্দি করার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মেইনল্যান্ড কিংবা আইল্যান্ড যেকোনো দ্বীপে দুই রাত তিন দিনের আকর্ষণীয় অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক  (জনসংযোগ) কামরুল ইসলাম জানান ,  ‘ নূন্যতম ৪৩,৯৯০ টাকায় মালদ্বীপ ভ্রমণ প্যাকেজে থাকছে ঢাকা-মালদ্বীপ-ঢাকা রিটার্ণ এয়ার টিকেট, দুই রাত হোটেলে থাকা, বুফে ব্রেকফাস্ট, মালে এয়ারপোর্ট থেকে হোটেলে অত্যাধুনিক স্পিডবোটে পিকআপ-ড্রপ আউটসহ ফ্রি ওয়াই-ফাই সুবিধা। প্যাকেজগুলো টুইন শেয়ার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। টুইন শেয়ারিং ছাড়াও একজন কিংবা বাচ্চা ও শিশুদের জন্যও রয়েছে নানাবিধ প্যাকেজ। ‘

মালে বিমানবন্দর থেকে ২০ মিনিটের দূরত্বে অত্যন্ত জনপ্রিয় দ্বীপ মাফুশি আইল্যান্ডের হোটেল আইকম মেরিনা সি ভিউ, হোটেল ট্রাইটন বিচ, হোটেল ট্রাইটন প্রেসটিজ এন্ড স্প্যা, হোটেল এরিনা বিচ, হোটেল কানি গ্র্যান্ড, হোটেল কানি পাম –এ নূন্যতম ৪৩৯৯০ টাকার আকর্ষণীয় প্যাকেজ অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা।

মালদ্বীপের প্যারাডাইজ আইল্যান্ড রিসোর্ট একটি সুপরিচিত আইল্যান্ড যা পর্যটকদের ভালোলাগার সকল কিছুর কেন্দ্রবিন্দু। নূন্যতম ৮৯,৯৯০ টাকায় শেয়ারিং ভিত্তিতে বিচ ভিলায় ফুলবোর্ড, এয়ার টিকেট, এয়ারপোর্ট-রিসোর্ট ট্রান্সফার অন্তর্ভূক্ত।

এছাড়া সি-প্লেনের মাধ্যমে রিসোর্ট-এয়ারপোর্ট ট্রান্সফারে নূন্যতম ১০১৯৯০ টাকায় শেয়ারিং ভিত্তিতে বিচ ভিলায় সুন্দরের প্রতীক সান আইল্যান্ডে ফুলবোর্ড প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা। পর্যটক মনের সকল সৌন্দর্য পূরণে সহায়তা করবে এই প্যাকেজ।

মালদ্বীপ ভ্রমণে রাজধানী মালেতে ৩৯৯৯০ টাকায় শেয়ারিং ভিত্তিতে দুইরাত তিন দিনের হোটেল ইউনিমা গ্র্যান্ডে এয়ারপোর্ট-হোটেল ট্রান্সফার, বুফে ব্রেকফাস্ট, ঢাকা-মালদ্বীপ রিটার্ণ টিকেটসহ আকর্ষণীয় আরেকটি প্যাকেজ রয়েছে।

ভ্রমণকে আরো বেশী আকর্ষণীয় করার জন্য পর্যটকদের প্যাকেজের অতিরিক্ত রাত অবস্থানের জন্য প্রতি রাতের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। প্যাকেজ চূড়ান্ত করার পর কোনাভাবেই পরিবর্তনযোগ্য নয়। শর্তসাপেক্ষে প্যাকেজটি গ্রাহকরা ইউএস-বাংলার যে কোনো সেলস অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।

আকর্ষণীয় মালদ্বীপের ভ্রমণ প্যাকেজগুলো ৭মে থেকে ২১জুন পর্যন্ত চালু থাকবে। প্যাকেজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে -০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নাম্বারে।

এইবাংলা / হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর