গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় মিথ্যা সংবাদ প্রচারের জেরে সংবাদ সম্মেলন করেছেন মাসুদ মিয়া নামের এক উদ্যোক্তা।আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসূলপুর গ্রামের বালাসি ঘাট এলাকায় তার নিজ বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত (১২ অক্টোবর) রবিবার সাপ্তাহিক অবিরাম পত্রিকায় প্রকাশিত ফুলছড়ির খাস জমিতে বন্দোবস্তে অনিয়ম, ভূমিহীন নয় কৌশলে বন্দোবস্ত নেন রিপনের ডানহস্ত মাসুদ।
সাপ্তাহিক অবিরাম পত্রিকায় এছাড়া আরও উল্লেখ রয়েছে বন্দোবস্তের সত্য ভঙ্গ করে ওই জমির একটি অংশে পাকা ঘর নির্মাণ করে প্রায় অর্ধ কোটি টাকা জামানতে ভাড়া দিয়েছেন । এরকম একটি প্রকাশিত সংবাদ পুরোই ভিত্তিহীন ও বানোয়াট।
তিনি আরও বলেন, আমি কোন আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত নয়। আমাকে উদ্দেশ্য মূলকভাবে সাবেক সাঘাটা ফুলছড়ির এমপি মাহমুদ হাসান রিপনের ডান হাত বানিয়েছে যা কি অপপ্রচার। তাছাড়া যে জায়গায় ঘর নির্মাণ করে দোকান করা হয়েছে সেটি অন্য খতিয়ানের কেনা সম্পত্তি । ত
বে সেই জমিকে খাস জমি দেখিয়ে বন্দোবস্তের নামে মিথ্যা ভিত্তিহীন খবর প্রকাশ করেছে সাপ্তাহিক অবিরাম পত্রিকা সম্পাদক হারুন রশিদ বাদল । আমি একজন পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা হয়ে এই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক