25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতি করার সরঞ্জামাদিসহ ডাকাত গ্রেফতার

আরও পড়ুন

শহিদুল ইসলাম, সিলেট 

সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতি করার সরঞ্জামাদিসহ  ডাকাত আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার  (২ রা মে) রাতে ভোলাগঞ্জ মহাসড়কের ভাঙ্গাব্রীজ  এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে জাফরুল হোসেন নামের এই ডাকাতকে আটক করে পুলিশ।

১টি লোহার তৈরি ছুরি, ১ টি মোটা রশি, ২টি লোহার তৈরি রামদা, জিআই পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের ১টি কোড়ালসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ডাকাতদের সহযোগিতায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের  ভাঙ্গা ব্রীজের এক প্রান্ত হতে অপর প্রান্তে  রশি বেঁধে গাড়ি আটকে  ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো আটক হওয়া ডাকাত। রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোপেশ চন্দ্র দাস,  এএসআই জিতু মিয়া ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  কোম্পানীগঞ্জ থানায় গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগী পলাতক ৬ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে একটি ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।

- Advertisement -spot_img

সবশেষ খবর