25 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামের বাকলিয়ায় চলন্ত সিএনজিতে আগুন, পাঁচজন দগ্ধ

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রামের বাকলিয়ায় সিএনজি অটোরিকশার সিলিন্ডার থেকে আগুন ধরে একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুই শিশুও রয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর শহরের প্রান্তে চলন্ত সিএনজিতে আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ গোলচত্বরে অটোরিকশাটি পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। তখন আশপাশের লোকজন এসে দগ্ধ যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রফিক উদ্দিন বলেন, ‘সবার শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা চিকিৎসা দিচ্ছি।’

চিকিৎসকেরা জানান, আহত ব্যক্তিদের মধ্যে শিশু জান্নাতের (৬) শরীরের ৪৫ ভাগ, শিশু কাইনাতের (৩) ১৫ ভাগ, জোছনা বেগমের (৩০) ৩০ ভাগ, বিলকিস বেগমের (২৬) ১৫ ভাগ ও সাথী আকতারের (২৬) শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর