24.5 C
Dhaka
Friday, October 3, 2025

২০০৮ সাল থেকে আমিন ভাইয়ের সাথে রাজনীতি করছি: হুমায়ুন কবির

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:::

জামায়াত-শিবিরের ষড়যন্ত্রে একটি পোর্টাল যাচাই না করেই ফেসবুক স্ট্যাটার্সের সূত্র ধরে মিথ্যা প্রতিবেদন ছাপিয়ে শেখ হাসিনা সরকারকে বিবৃতকর অবস্থায় ফেলছে বলে দাবি করেছেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আজ বুধবার নিজের ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে তিনি এই প্রতিবাদ জানান।

হুমায়ুন কবির তার ফেসবুকে ২০০৭ সাল থেকে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও বর্তমান এমপি নদভীর সঙ্গে রাজনীতি করা বিভিন্ন সময়ের ছবি শেয়ার করেন।

তিনি বলেন, কিছু টাকা নিয়ে বিভিন্নজনের বিরুদ্ধে একটি পোর্টাল সংবাদ প্রকাশ করে আসছে। যেটি জামায়াত-শিবির নিয়ন্ত্রিত। সেখানকার রিপোর্টার থেকে সম্পাদক ছদ্মবেশী শিবির। এই পোর্টাল যাচাই-বাছাই না করেই রাজনীতিতে পরাজিত এক নেতা থেকে টাকা খেয়ে একজনের ফেসবুক স্ট্যাটার্সের সূত্র ধরে নিউজ করেছে। আমি এই পোর্টালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি বলেন, ওই অনলাইন পোর্টালে আমাকে নিয়ে লেখা ষড়যন্ত্র ও দূরবিসন্ধিমূলক নিউজটি আমার চোখে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই অবাক এবং আশ্চর্য হয়েছি যে এমন মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক খবর কীভাবে ছাপাতে পারে।
আমি কখনোই আহমদ্যার সাথে রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না। বিগত ২০০৭ সালের আগে আমি মধ্যপ্রাচ্যে অবস্থান করতাম এবং ২০০৭ সাল থেকে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম।

হুমায়ুন কবির বলেন, ২০০৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন ভাইয়ের রাজনীতি করে এসেছি। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জীবনবাজি রেখে কাজ করেছি। একইভাবে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা নদভীকে জিতিয়ে আনার জন্য কাজ করেছি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও আমি পুনরায় তাকে জিতিয়ে আনার জন্য আমার সর্ব্বোচ্চ চেষ্টা ছিল।
অথচ এমন জীবনবাজী রাখা রাজনৈতিক কর্মকাণ্ড যাকে কেন্দ্র করে যার উৎসাহে করেছি সেই নেতা আমাকে নিয়ে এমন মিথ্যা, বানোয়াট বলতে পারলেন?আমি বিস্মিত, হতবাক!

তিনি বলেন, মূলত আমার সাথে ওনার ব্যক্তিগত সমস্যা এবং মতবিরোধই আমাকে নিয়ে ষড়যন্ত্রের মূল কারণ। এই ষড়যন্ত্র আমাকে লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরও হয়েছিল। এমনকি আমার নামে পেইক আইডি খুলে প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সরকার বিরোধী পোস্ট সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপপ্রচার চালানো হয়েছিল। তখন চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সভায় বিভাগীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের , যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ভাই, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, লোহাগাড়া – সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি / সাধারণ সম্পাদক এর সামনে আমিন ভাই অভিযোগ তুললে, ওনার সাথে আমার দীর্ঘ সময়ের রাজনৈতিক কর্মকাণ্ডসহ জমায়াত-শিবির বিরোধী আন্দোলনের প্রমাণসহ উপস্থাপন করলে তারা ভুল বুঝতে পারেন।

কিন্তু সেই পুরোনো ষড়যন্ত্র আবার নতুন করে শুরু করা একটু গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন হুমায়ুন কবির।

এইবাংলা / তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর