ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনে ১৩ পদে ২৩টি মনোনয়ন ফরম বিক্রি: সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নেই প্রতিদ্বন্দ্বী

0
144
ঝালকাঠি প্রেসক্লাব / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. আক্কাস সিকদার। সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ এবং আল-আমিন তালুকদার।

সহ-সভাপতির দুটি পদের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন মো. মাসউদুল আলম, মো. জিয়াউল হাসান পলাশ, শফিউল আজম টুটুল ও দুলাল সাহা। সহ-সাধারণ সম্পাদক পদে ফরম সংগ্রহ করেছেন মো. শফিউল ইসলাম সৈকত ও অলোক সাহা।

দপ্তর সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন আ. মান্নান তাওহিদ ও রতন আচার্য। কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন মো. রাজু খান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন আতিকুর রহমান ও মিজানুর রহমান টিটু। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরম নিয়েছেন মো. উজ্জ্বল রহমান ও জহিরুল ইসলাম জলিল।

এছাড়া নির্বাহী সদস্যের চারটি পদের জন্য সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন—চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মণ্ডল, এস. এম. রেজাউল করিম, মো. মঈনুল হক, মো. আজমির হোসেন, তরুণ সরকার ও কে. এম. সবুজ।

জানা গেছে, সভাপতি ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। আগামী ২৭ ডিসেম্বর ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here