25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

ভয়াবহ দূর্ঘটনার কবলে সোনারবাংলা এক্সপ্রেস,৫ টি বগি লাইনচ্যুত

আরও পড়ুন

::: অপু ইব্রাহিম ::: 

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সোনারবাংলা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে । রোববার সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দিয়ে প্রায় উল্টে যায় দ্রুতগামী এই ট্রেনটি।

এতে অর্ধশতের মতো ট্রেনযাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন নাঙ্গলকোট রেল স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন। নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন পূর্ব রেলের ডিভিশনাল ট্রাফিক অফিসার তারেক মোহাম্মদ ইমরান।

নির্বাচন কমিশন সচিবালয়ের ১২ জন কর্মকর্তা ওই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। তারা নিরাপদে রয়েছেন বলে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব জানিয়েছেন।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য জানা যায়, দাড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের সাথে সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোনার বাংলা ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হবার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । নিহতের কোন খবর পাওয়া যায় নি। তবে বিপুল পরিমান যাত্রি আহত হয়েছে বলে একাধিক  সূত্রে জানায়।

চট্টগ্রাম থেকে ঢাকার রেলপথে কুমিল্লা শহরের আগে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশন। সোনার বাংলা ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর