25 C
Dhaka
Thursday, October 2, 2025

বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

আরও পড়ুন

::: গোপালগন্জ প্রতিনিধি :::

সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাবার পর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। রবিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন  সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ,অধ্যক্ষ্য সুজাত আলী রফিক,মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী,জগদীশ চন্দ্র দাস,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার,মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপনমিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী,দপ্তর সম্পাদক জগলু চৌধুরী,সাবেক ছাত্রনেতা আসম রাশেদ,সজিব ভূইয়া কামরুল ইসলাম,মইনুল ইসলামসহ নেতৃবৃন্দ।

২০০২ সালে সিলেট পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। এই মহানগরের আয়তন ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার, ওয়ার্ড ৪২টি। সিটি করপোরেশন হওয়ার পর এবার পঞ্চমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। প্রথম চারবারই মেয়র পদে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরান। ২০২০ সালে তিনি মারা গেলে তাঁর জায়গায় নতুন প্রার্থী খোঁজা শুরু হয়। বদর উদ্দিন আহমেদ কামরানের বিকল্প হিসেবে  দলের পছন্দ যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তার হাতেই উঠেছে নৌকার দায়িত্ব। সিটি করপোরেশনে বর্তমান মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। টানা দুই দফায় তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তবে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। এ অবস্থায় শেষ পর্যন্ত তিনি নির্বাচন করবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর