::মোফাসসেল সরকার, কিশোরগঞ্জ প্রতিনিধি ::
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র গুরুতর আহত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,১২ই এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোলাপ মিয়া গং দেশীয় অস্ত্রে ( রামদা,লাঠি, লোহার রড, লোহার কুটার, বল্লম ইত্যাদি) সজ্জিত হয়ে মমিন উদ্দিন ও তার ছেলে দ্বীন ইসলামের উপর অতর্কিত হামলা চালায় । হামলায় মমিন উদ্দিন ও তার ছেলে দ্বীন ইসলাম গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।
মমিন উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়,বর্তমানে গুরুতর আহত পিতা-পুত্র কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়,গোলাপ মিয়া ও কাদির মিয়ার সাথে দীর্ঘদিন যাবত মমিন উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছে।এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন বলেন, সঠিক তদন্তের মাধ্যম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইবাংলা / হিমেল