25 C
Dhaka
Thursday, October 2, 2025

সিলেটে কামরানের স্থলাভিষিক্ত হবেন আনোয়ার

আরও পড়ুন

::: সিলেট প্রতিনিধি :::

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর থেকেই সিলেটের মেয়র পদের নৌকার প্রার্থী হিসেবে  আলোচনার জন্ম দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। কৌতুহলের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগের একছত্র সমর্থন তার পক্ষে। মাঠ চষে বেড়িয়েছেন গত দুই মাস। শেষ পর্যন্ত তার হাতেই দেয়া হলো নৌকার মনোনয়ন।

শনিবার ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ‘ আনোয়ারুজ্জামান চৌধুরী ‘।

মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।দুপুরে গণভবনে মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সভা শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের দশজন নেতা মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলটি আস্থা রেখেছে যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর উপর।  আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনা ১০ জন হচ্ছেন- দলটির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক এটিএমএ হাসান জেবুল, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী এবং ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন আহমদ সেলিম।

আনোয়ার চৌধুরী একজন ক্লীন ইমেজের রাজনীবিদ। ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কলেজ জীবনে তিনি বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন তিনি। এরপর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে গিয়েও আনোয়ারুজ্জামান চৌধুরী থেমে থাকেননি। সেখানে প্রথমে তিনি যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন আনোয়ারুজ্জামান চৌধুরী। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সিলেটের বাঘা বাঘা নেতাদের পেছনে ফেলে কেন আনোয়ারুজ্জামান চৌধুরীর উপর দলের আস্থা এমন প্রশ্নের জবাবে  সংসদ সদস্য  হাবিবুর রহমান হাবিব বলেন  , আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে একসাথে যুক্তরাজ্যে রাজনীতি করেছি আমি। আনোয়ারুজ্জামান চৌধুরী  খুব ক্যারিশম্যাটিক একজন নেতা। তিনি শুধু দক্ষ সংগঠকই নন, দলের নেতাকর্মীদের হৃদস্পন্দন বুঝতে পারেন৷  জনগনের আশা-আকাঙ্ক্ষার, তাদের অনুভবের জায়গাটা তিনি বুঝতে পারবেন  বলেই দল তাকে পছন্দ করেছে প্রার্থী হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর