24.3 C
Dhaka
Friday, October 3, 2025

ডিবি পরিচয়ে নির্যাতনের শিকার সাংবাদিক আয়ুবের পিতার কাছ থেকে ছিনতাই

আরও পড়ুন

::: নাদিরা শিমু :::

চন্দনাইশে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আয়ুব মিয়াজীর পিতার কাছ থেকে টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। রবিবার (৯ এপ্রিল)  সকাল সাড়ে আটটায় চমেক হাসপাতালের প্রধান গেইটে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আয়ুব মিয়াজীর বাবা ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময়   ডিবি পরিচয়ে দুই মোটর সাইকেল চার আরোহী ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আয়ুব মিয়াজীর বাবা আবদুস শুক্কুর জানান, সকাল সাড়ে আটটার দিকে দুটি মোটর সাইকেলে করে চারজন চমেক গেটে তার গতিরোধ করেন। এসময় তারা ডিবি পুলিশ পরিচয় দেন। তারা সাথে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়।

গত ৪টা এপ্রিল  পাহাড় থেকে মাটি কাটার খবর প্রকাশের জেরে’ মারধরের পর ভবনের দোতলা থেকে নিচে ফেলে আহত করা হয় চট্টগ্রামের চন্দনাইশের  সাংবাদিক আয়ুব মিয়াজিকে। আইয়ুব মিয়াজী (৩৪) নামের ওই সাংবাদিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামিজুড়ি গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি দৈনিক জনবাণী পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি। গেল মঙ্গলবার  চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার ওপর এই নির্যাতনের ঘটনা ঘটে।

আহতের পরিবারের অভিযোগ, স্থানীয় বালু ও মাটি ব্যবসায়ী এবং পাহাড় খেকো মো. আলাউদ্দিন ও মোহাম্মদ ফারুক তাকে কয়েকদিন আগে হুমকি দেন। এরপরই এই মারধর ও দোতলা থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।হামলার পর জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান আইয়ুব। তিনি বলেন, হামলাকারীরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমার ভাইকেও হামলার হুমকি দিচ্ছেন।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আইয়ুবের বাবা আবদুস শুক্কুর দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আট জনকে আসামি করে মামলা করেছেন। মামলার তদন্ত চলছে।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটকের কথা জানিয়েছে।

এইবাংলা/তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর