Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নভেম্বরে গণভোটের কথা বলে একটি অশুভ শক্তি মাস্টারপ্ল্যান করছে। তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে...
Homeঅপরাধচট্টগ্রামে ডলার-ইউরোসহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার

চট্টগ্রামে ডলার-ইউরোসহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার

চট্টগ্রামে ডলার, ইউরোসহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তামজিদ নামে এক যুবককেও আটক করেছে র‌্যাব-৭ এর আভিযানিক দল। গতকাল মঙ্গলবার নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউজিং সোসাইটির একটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তামজিদ জানিয়েছে, শুটিং পারপাসে এই মুদ্রাগুলো নগরীর আন্দরকিল্লার অংকুর প্রিন্টার্স থেকে তৈরি করা হতো এবং তা দারাজের মাধ্যমে বিক্রি করা হতো। গত চার মাস ধরে এ অবৈধ জাল নোট তৈরি ও বিপণনের কাজে যুক্ত ছিলেন তিনি।

র‌্যাব জানিয়েছে, অভিযানে তার কাছ থেকে সাতটি মোবাইল, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত কিছু জাল নোটে ‘শুটিং’ শব্দ লেখা থাকলেও অনেক নোটে তা লেখা ছিল না। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কেউ শুটিং বা অন্য কোনো উদ্দেশ্যে জাল নোট তৈরি করার এখতিয়ার রাখে না।

জানা গেছে, এই ভাড়া বাসায় বহুদিন যাবত নকল টাকা ছাপানোর কাজ করছিলেন অভিযুক্তরা। তারা আন্দরকিলার প্রেসের দোকান থেকে নকল টাকা ছাপানোর কার্যক্রম চালাচ্ছিল। তামজিদের সাথে এই অপকর্মে আর কে কে জড়িত আছে তা তদন্ত করা হাচ্ছে বলেও জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক