এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রশাসনিক অফিস, স্কুল-কলেজ, হাট-বাজার ও জনবহুল এলাকায় তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং দলটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
গোলাম আজম সৈকত বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি জনগণকেন্দ্রিক রূপরেখা। এর মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের একটাই উদ্দেশ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, “আজ দেশের মানুষ মুক্ত গণতন্ত্র, ন্যায়বিচার ও নিরাপত্তা চায়। বিএনপি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নিরলসভাবে কাজ করছে।”
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। তারা ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং জনগণকে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে অবহিত করেন।
কর্মসূচির শেষে গোলাম আজম সৈকত বলেন, “জনগণের পাশে থাকুন, তাদের সমস্যার কথা শুনুন, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিন। আগামী পরিবর্তনের জন্য জনগণের হৃদয়ে ধানের শীষের প্রতীককে জাগিয়ে তুলুন।”
দিনব্যাপী এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
এই বাংলা/এমএস
টপিক