ঝালকাঠির রাজাপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

0
116
রাজাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ২৩নং উত্তর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিভিন্ন এলাকা থেকে কর্মীরা অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু বকর মো. সিদ্দিক, মো. কবির হোসেন ও মো. ফারুক হোসাইন। সম্মেলনের সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান বক্তা ড. ফয়জুল হক বলেন, “মানুষের জীবনমান, নিরাপত্তা, শিক্ষা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শান্তি ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই আমার প্রতিশ্রুতি।”

বক্তারা আরও বলেন, গণমানুষের অধিকার পুনরুদ্ধার, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারা মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here